![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-07%252Fc02883d8-d319-44f3-baa1-68aadd56e3ca%252F01.jpg%3Frect%3D0%252C0%252C5501%252C3094%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
শ্রীলঙ্কায় দখল করা সরকারি ভবনগুলো ছেড়ে দেবেন বিক্ষোভকারীরা
প্রেসিডেন্ট প্রাসাদ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়—শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি বিভিন্ন ভবন এখনো বিক্ষোভকারীদের দখলে রয়েছে। তবে বিক্ষোভকারীরা এসব ভবনের দখল ছেড়ে দিতে চান। কিন্তু ভবনগুলোর দখল ছাড়লেও প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলমান থাকবে বলেও জানানো হয়েছে।
বিক্ষোভকারীদের একজন মুখপাত্র আজ বৃহস্পতিবার এএফপিকে বলেন, ‘আমরা দ্রুত ও শান্তিপূর্ণ উপায়ে প্রেসিডেন্ট প্রাসাদ, প্রেসিডেন্টের কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দখল ছেড়ে দিতে চাই। তবে আমাদের লড়াই চলবে।’
অর্থনৈতিক সংকটের জেরে কলম্বোয় গত শুক্রবার সরকারবিরোধী তুমুল গণ-আন্দোলন হয়। এর পরদিন প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া। গতকাল বুধবার তাঁর প্রথমে মালদ্বীপে আশ্রয় নেওয়ার খবর পাওয়া যায়। আজ সেখান থেকে রওনা হয়ে সিঙ্গাপুরে পৌঁছেছেন তিনি। তিনি সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিতে পারেন বলে গুঞ্জন উঠেছে। তবে প্রধানমন্ত্রী রনিল কোথায় আছেন, তা জানা যায়নি।