ট্রুকলার আনল আড্ডা দেওয়া সুবিধা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ১৭:৩৯
রিয়েল টাইম অডিও চ্যাট অ্যাপ লঞ্চ করল ট্রুকলার। নতুন এই অ্যাপের নাম দেওয়া হয়েছে ওপেন ডোরস। গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। নতুন অ্যাপটির ফলে রিয়েল টাইম আড্ডা দেওয়া যাবে।
অ্যাপটির সঙ্গে ফোন নম্বর কানেক্ট করে সাইন ইন করতে হবে। ফোন নম্বর দিয়েই সাইন ইন হবে। সাইন ইন করার পর ফোনে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে অ্যাপটি সাইন ইন করতে হবে।
ট্রুকলার মূলত একটি স্ক্যান্ডেনেভিয়ান কোম্পানি। কয়েকটি দেশে তাদের অ্যাপ ব্যবহার করা হয়। অধিকাংশ ফোনে অ্যাপটি ব্যবহার করার পর অনেকেরই সুবিধা হয়েছে।
অ্যাপটি ডাউনলোড করার পর সিঙ্গল ট্যাপ করার মাধ্যমেই ইনস্টল করতে পারবেন। তবে আপনি যদি ট্রুকলার ব্যবহার করে থাকেন তাহলে, অ্যাপটির মাধ্যমেই লগইন করতে পারবেন। অন্যথায় ওটিপির মাধ্যমে সাইন-ইন করতে হবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আড্ডা
- ট্রুকলার অ্যাপ