কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাকিব ভাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না: নাসুম

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ১১:১৯

সাকিব আল হাসান থাকলে হয়তো ওয়ানডে সিরিজে সুযোগই পেতেন না নাসুম আহমেদ। ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব। তাতেই নাসুমের কপাল খুলেছে। ভাগ্যক্রমে পাওয়া সুযোগটি কী দারুণভাবেই না কাজে লাগালেন সিলেটের ২৭ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার। রোববার প্রথম ম্যাচে ৮ ওভারে তিন মেইডেনসহ মাত্র ১৬ রান করে উইকেটশূন্য ছিলেন। দ্বিতীয় ম্যাচে ১০ ওভারে চার মেইডেনে ১৯ রান দিয়ে উইকেট নিয়েছেন তিনটি, জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। হয়তো সিরিজের শেষ ম্যাচেও নাসুম এমন জাদুকরী বোলিং করবেন।


কিন্তু নিশ্চয়তা পাবেন না পরের সিরিজেও একাদশে থাকার। কেননা সাকিব ফিরলে কম্বিনেশন বিবেচনায় বাংলাদেশ দুই বাঁহাতি স্পিনার নিয়ে নামবে কি না সেটিও দেখার বিষয়। তবে এসব নিয়ে ভাবতে রাজি নন নাসুম। শুধু সাকিব নয়, দলের কারও সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান না তিনি, ‘তাইজুল (ইসলাম) ভাই ওনার জায়গায় খেলবে, আমি আমার জায়গায়। আমি তাইজুল ভাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না, সাকিব ভাইয়ের সঙ্গেও না।’


সতীর্থের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার বদলে পারফরম্যান্সের মাধ্যমে নিজের কাজ করে রাখার দিকেই মনোযোগ নাসুমের, ‘দলে প্রতিষ্ঠিত হয়ে গেছি এমন না। যে কটা ম্যাচই খেলি, ভালো খেলার প্রবণতা থাকে। স্থায়ী হয়ে গেছি, এটি মনে করি না। আমাকে খেলতে হলে পারফর্ম করেই খেলতে হবে।’ দুই ম্যাচে ১৮ ওভার বোলিং করে মাত্র ৩৫ রান খরচ করেছেন নাসুম। প্রথম ম্যাচে ৮ ওভারে তার ডট বল ছিল ৪০টি। বুধবার ছাড়িয়ে গেছেন নিজেকে। পুরো দশ ওভারের স্পেলে ৪৮টি বলে কোনো রান দেননি নাসুম। মূলত ডট বল করারই পরিকল্পনা থাকে তার। নাসুম বলেছেন, ‘আমার প্রথম পরিকল্পনাই থাকে ডট বল করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও