কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু, ২ সন্তানের অবস্থা আশঙ্কাজনক

ঢাকা পোষ্ট কুমিল্লা প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ০৯:০৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের ছেলে ও মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বুধবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা বাজার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোকাম ইউনিয়নের ভাড়াইর গ্রামের ইদ্রিস মিয়া (৪৫) ও তার স্ত্রী লুৎফা বেগম (৩৯)।



বুধবার রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর। 


স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বুধবার রাত ৯টার দিকে আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে এসে কাবিলা বাসস্ট্যান্ডে নামেন ইদ্রিস, লুৎফা ও তাদের ২ সন্তান। হেঁটে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।


তিনি জানান, এ সময় তাদের ২ সন্তানও মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তাদের অবস্থাও আশঙ্কাজনক। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও