নতুন প্রেমে অনন্যা!
বলিউড কমিডি অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পান্ডে। সকলের সামনে আসেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’-তে অভিনয়ের মাধ্যমে। কাজ নিয়ে অতটা আলোচনায় না আসলেও ব্যক্তিজীবন নিয়ে মাঝে মাঝেই আলোচনায় তুঙ্গে থাকেন বলিউডের নতুন প্রজন্মের এই অভিনেত্রী। ঈশান খট্টরের সঙ্গে প্রেমের ভাঙা-গড়ার সম্পর্কে এক সময় হয়ে উঠে ছিলেন আলোচনার হট কেক।
প্রায় দু’বছর সম্পর্ক ভেঙ্গে সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে সকলকে জানিয়ে দু’জনেই আলাদা পথে হেঁটেছেন এখন। তবে অনন্যা পাণ্ডের সঙ্গে এই মুহূর্তে নাম জড়িয়েছে আশিকী টু খ্যাত অভিনেতা আদিত্য রয় কপুর। বলি অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে কাজ করেছেন অনন্যা পাণ্ডে। সেই সময় কার্তিকের সঙ্গেও নাম জড়িয়েছিল তার। সিনেমার স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তারা। তবে অনস্ক্রিনের রসায়ন বাস্তবে টেকেনি। এরপর অনন্যার জীবনে আসে আরো এক পুরুষ। তিনি হলেন বিজয়। তার সঙ্গে অনন্যার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল সামাজিকমাধ্যমে। কারন জোহরের পার্টিতে এই জুটিকে একসঙ্গে হাজির হতেও দেখা গিয়েছিল।