চামড়ার সরবরাহ কম, লক্ষ্যমাত্রা পূরণ হয়নি আড়তদারদের
লক্ষ্যমাত্রা অনুযায়ী এবার কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে পারেননি রাজধানীর লালবাগের পোস্তার আড়তদাররা। গত বছর তাঁরা প্রায় দেড় লাখ চামড়া সংগ্রহ করেছিলেন। এবার দুই দিনে সংগ্রহ করা চামড়া এক লাখও ছাড়ায়নি। ফলে লক্ষ্যমাত্রা পূরণ করতে বাড়তি দামে চামড়া কিনছেন তাঁরা।
গরমের কারণে স্থানীয় পর্যায়ে সংরক্ষণ হওয়ায় এবার চামড়ার সরবরাহ কম বলে মনে করছেন আড়তদাররা। তবে এবার ছাগলের চামড়া কেনায় ব্যবসায়ীদের অনীহা দেখা গেছে। চামড়া সংরক্ষণে লবণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মৌসুমি ব্যবসায়ীদের পুঁজি সংকটে আশানুরূপ চামড়া সংগ্রহ হয়নি।
রাজধানীতে লবণ দেওয়া গরুর চামড়া ৪৭ থেকে ৫২ টাকা বর্গফুট এবং বাইরে ৪০ থেকে ৪৪ টাকা বেঁধে দিয়েছে সরকার। তবে ঈদের দিন সন্ধ্যায় পোস্তার আড়তদাররা যে চামড়া (পিস) ৫০০ থেকে ৬০০ টাকায় কিনেছেন, রাত ১০টার দিকে তা বেড়ে দাঁড়ায় প্রতি পিস ৭০০ থেকে ৮০০ টাকা। ঈদের পরদিন সোমবার একই চামড়া কিনতে হয়েছে ১২০০ থেকে ১৩০০ টাকায়। গতকাল মঙ্গলবার আরো বেড়ে দাঁড়ায় ১৪০০ টাকা।