পুরনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ অবশ্যই করবেন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১২ জুলাই ২০২২, ১২:১৮

ফোন বিক্রি করার জন্য একাধিক পথ রয়েছে। কেউ অনলাইনে ফোন বিক্রি করেন, কেউ অবার বিভিন্ন ই-কমার্স সাইটে ফোন বিক্রি করেন। আবার অনেকে সরাসরিও ফোন বিক্রি করেন। তবে ফোন বিক্রির সময় একাধিক বিষয় মাথায় রাখতে হবে, না হলে পড়তে পারেন বিপদে- 


​গ্যালারি ডিলিট
সবার ফোনেই রয়েছে বিভিন্ন ধরনের ছবি। তাই ফোন বিক্রি করার সময় অবশ্যই ফোনের গ্যালারি ডিলিট করতে ভুলবেন না। তবে গুরুত্বপূর্ণ কোনো ছবি থাকলে অবশ্যই সেই ছবি কোনো ক্লাউড স্টোরেজে রাখতে পারবেন।


গুরুত্বপূর্ণ অ্যাপ ডিলিট
স্মার্টফোন ব্যবহারকারীরা কমবেশি তাদের ফোনে একাধির অ্যাপ রাখেন। তার মধ্যে যেমন থাকে ব্যাংকিং অ্যাপ থাকে। তেমনি ইউপিআই অ্যাপও থাকে। ফলে এই ধরনের অ্যাপ ফোন থেকে ডিলিট করা দরকার। কারণ এই অ্যাপ ফোনে থাকলে অন্য কেউ তা অ্যাকসেস করতে পারে। সেক্ষেত্রে ফোনে রাখা অ্যাপগুলো দেখে নেওয়া দরকার।


​ফোন আনলক
ফোন বিক্রি করার সময় অবশ্যই তা আনলক করে রাখা দরকার। কারণ তা না হলে ফোনের মধ্যে কেউ ঢুকতে পারবে না। ফলে যিনি ফোন কিনবেন তার ক্ষেত্রে বেশ সমস্যা তৈরি হবে। তাই ফোন বিক্রির সময় অবশ্যই ফোনের স্ক্রিন লক আনলক করে দেওয়া জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও