বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ: তিন মাস আগেই সব টিকিট শেষ

যুগান্তর প্রকাশিত: ১১ জুলাই ২০২২, ১৮:৩৮

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের ম্যাচ মানে আলাদা উত্তেজনা। বিশ্বকাপের মতো আসরে সেটা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরে দুই দলের ম্যাচের সব টিকিট টুর্নামেন্ট শুরুর তিন মাস আগেই বিক্রি হয়ে গেছে।


ট্যুরিজম অস্ট্রেলিয়া এবং দেশটির ট্রাভেল এজেন্টরা ম্যাচের সব টিকিট বিক্রির খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। 


দুই দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, বিশ্বকাপের আগে আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলংকায় অনুষ্ঠেয় এশিয়া কাপেও ভারত-পাকিস্তানের ধ্রুপদী লড়াই দেখা যাবে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে আগামী ২৮ আগস্ট। এশিয়া কাপের আনুষ্ঠানিক সময়সূচি ঘোষিত না হলেও শ্রীলংকার সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।


আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত এবং পাকিস্তান, দুই দলই সুপার টুয়েলভে গ্রুপ ২-এ রয়েছে। ভারত, পাকিস্তানের সঙ্গে এই গ্রুপে বাংলাদেশও রয়েছে, এ ছাড়া দক্ষিণ আফ্রিকা এবং প্রথম পর্ব থেকে উত্তীর্ণ হওয়া দুই দল যুক্ত হবে এই গ্রুপে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও