You have reached your daily news limit

Please log in to continue


আইএস পতনের পাঁচ বছরেও মসুলে ভঙ্গুর শিক্ষাব্যবস্থা

ইরাকের মসুল শহরে ইসলামিক স্টেটের (আইএস) পতনের পাঁচ বছর হয়ে গেল। আইএসের সঙ্গে দীর্ঘদিন লড়াই চালানোর পর এই শহর এখন স্বাধীন, মুক্ত। তবে মুক্ত হওয়ার এই পাঁচ বছরেও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরটির শিক্ষাব্যবস্থা ভঙ্গুর থেকে গেছে। ইরাক পাঁচ বছরেও এই শহরে শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে পারেনি।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মসুল শহরে অনেক সংগ্রাম করে পড়াশোনা করছে শিক্ষার্থীরা। এমনকি এই শহরে চাকরি পেতেও বেগ পেতে হচ্ছে তরুণদের।

প্রতিবেদনে বলা হয়েছে, শহরের হাজারো শিক্ষার্থী এখন যে স্কুলগুলোতে পড়াশোনা করছে, সেগুলো গত পাঁচ বছরেও পুনর্বাসন করা হয়নি। এ কারণে শ্রেণিকক্ষে গাদাগাদি করে শিক্ষার্থীদের বসতে হচ্ছে। পর্যাপ্ত শিক্ষকের অভাব প্রকট হয়ে দেখা দিয়েছে। এ ছাড়া বই ও শিক্ষা উপকরণ ছাড়াই স্কুলে যেতে হচ্ছে শিক্ষার্থীদের।

এমনিতেই দীর্ঘদিন মসুল শহরের শিক্ষার্থীরা শিক্ষাবঞ্চিত ছিল। আইএস মসুল দখলের পর ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় টানা তিন বছর যুদ্ধ পরিস্থিতির কারণে তারা স্কুলে যেতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন