মানুষ সাধারণত অতীত নিয়ে ‘অবসেসড’!
অতীত ও বর্তমানের তুলনামূলক আলোচনায় আমার একটা ভাবনা বা পর্যবেক্ষণ আছে। আর সেটা হলো মানুষ সবসময়ই তার অতীত নিয়ে খুব ‘অবসেসড’ থাকে। আমরা আমাদের ফেলে আসা দিন, ফেলে আসা স্মৃতি, ফেলে আসা মানুষ, জায়গা, সময় নিয়ে খুব স্মৃতিকাতরতায় ভুগি। এটি এক ধরনের শূন্যতার অনুভূতি দেয়। আর এই শূন্যতা তৈরি করে হাহাকার। এবং এই হাহাকার থেকেই তৈরি হয় অতীতের প্রতি মায়া। আর সেই মায়া অতীতকে অবচেতনেই শ্রেয়তর বা সোনালী হিসেবে আমাদের ভাবনা বা মনোজগতে প্রতিষ্ঠিত করে ফেলে।
একটা উদাহরণ দেই- আজ থেকে কুড়ি-পঁচিশ বছর আগে তখনকার মানুষের কাছে শুনতাম তখন সিনেমা, গান, উপন্যাস ভালো হচ্ছে না। বরং ওই সময়ের আগে অসাধারণ সিনেমা, গান, উপন্যাস হতো। খুব গুণী নির্মাতা, লেখক, গায়ক ছিলেন। কিন্তু তখন আর নেই। তখন যা হচ্ছিল, তা আসলে ছাইপাঁশ। এই আক্ষেপ অহরহ শুনেছি।