কোরবানির মাংসের হাট
ঈদুল আযহায় কোরবানির মাংসের একটা অংশ পেয়ে নিম্ন আয়ের মানুষেরা। বিলিয়ে দেওয়া মাংস সংগ্রহ করে কিছু অংশ নিজেদের জন্য রাখেন তারা। বাদবাকি মাংস বিক্রি করেন। রাজধানীর নানাস্থানে কোরবানির মাংস বিক্রির ক্ষণস্থায়ী এরকম হাট বসতে দেখা যায়।
তেমনই দৃশ্য দেখা গেলো রাজধানীর খিলগাঁও রেলগেটে। সেখাানে বিভিন্ন বাসা থেকে সংগ্রহ করা কোরবানির মাংস বিক্রি করা হচ্ছ। তাদের সঙ্গে যুক্ত হয়েছে কসাইদের নিয়ে আসা গরুর মাথা, লেজ ও চামড়া থেকে সংগ্রহ করা মাংস। দাম ৫০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।