খুলনায় পশুর হাটে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড
খুলনায় জোড়াগেট কোরবানীর পশুর হাটে এবার সর্বোচ্চ দুই কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। ২০২১ সালে এই হাটে রাজস্ব আদায় ছিল দুই কোটি ৪৩ হাজার টাকা। এছাড়া ২০২০ সালে এক কোটি ১৭ লাখ টাকা রাজস্ব আদায়ে হয়েছিল।
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)র বাজার সুপার আবদুল মাজেদ মোল্লা বলেন, গত ৩ জুলাই কোরবানির পশুর হাট উদ্বোধনের পর থেকে ১০ জুলাই অর্থাৎ ঈদের দিন সকাল পর্যন্ত ছয় হাজার ৭৬০টি (গরু, ছাগল, ভেড়া ও মহিষ ) কোরবানির পশু বিক্রি হয়েছে। এ সময় সর্বোচ্চ দুই কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। যা জোড়াগেট কোরবানি পশুর হাটের সর্বোচ্চ রেকর্ড।