কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঝড়ের পর শান্ত কলম্বো

বিডি নিউজ ২৪ শ্রীলঙ্কা প্রকাশিত: ১০ জুলাই ২০২২, ১৪:৩১

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগে সম্মত হওয়ার পর বাণিজ্যিক রাজধানী কলম্বোর রাস্তাগুলো স্বাভাবিক অবস্থায় ফিরেছে।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববারও দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ কার্যত বিক্ষোভকারীদের দখলে থাকলেও সেখানে উত্তেজনা নেই। অনেকে ইতস্তত ঘোরাফেরা করছেন, কেউ কেউ প্রাসাদের ভেতরে সেলফিও তুলছেন।


আগের দিনের লঙ্কাকাণ্ডের স্মৃতি তরতাজা থাকলেও গোটাবায়া পদত্যাগে রাজি হয়েছেন, এই খবরে আন্দোলনকারীদের ক্রোধ যে অনেকটাই প্রশমিত হয়েছে, এ চিত্রই তা বলছে।


শনিবার হাজার হাজার বিক্ষোভকারী জলকামান, গুলি, ব্যারিকেড উপেক্ষা করে প্রেসিডেন্টের ঔপনিবেশিক আমলের বাসভবনে ঢুকে পড়ে।


প্রেসিডেন্ট প্রাসাদের সুইমিং পুলে বিক্ষোভকারীদের ঝাঁপ ও বিশাল খাটে বসে থাকার ছবি-ভিডিও দেশবিদেশের বিভিন্ন গণমাধ্যমে স্থান পাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়ে যায়।  


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও