পছন্দের ফরম্যাটে জয়ে ফেরার আশায় বাংলাদেশ

সমকাল প্রকাশিত: ১০ জুলাই ২০২২, ১১:১৪

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি বাংলাদেশ। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবির পর টাইগারদের সামনে এবার ওয়ানডে মিশন। আজ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে, টাইগারদের পছন্দের ফরম্যাট। তাই আজ হারের বৃত্ত থেকে বের হবার পাশাপাশি ঈদুল-উল-আজহাতে দেশবাসীকে জয় উপহার দেয়াই লক্ষ্য হবে তামিম-মাহমুদউল্লাহদের। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে টি-স্পোর্টসে।


ওয়ানডে ফরম্যাটে যেকোন দলকে হারানোর রেকর্ড থাকায় সাফল্যের প্রত্যাশা করতেই পারে বাংলাদেশ । গত মার্চে নিজেদের শেষ ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার মাটিতে জিতেছিলো বাংলাদেশ। ঐ সিরিজ জয়ের পর বিশ্বের যে কোনও জায়গায় সিরিজ জয়ের আশা জোড়ালো হয়েছে টাইগারদের। গত বছরের মার্চে নিউজিল্যান্ডের মাটিকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হবার পর কোন সিরিজ হারেনি বাংলাদেশ। এসময় শ্রীলংকা, আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে টাইগাররা।


ওয়ানডেতে চলতি বছর দারুণ ফর্মে থাকা বাংলাদেশ উইন্ডিজদের বিপক্ষেও আছে বেশি এগিয়ে। দুই দলের মধ্যকার সর্বশেষ ৮ ওয়ানডেতেই জয়ী দলের নাম বাংলাদেশ। এমনকি এই ফরম্যাটে উইন্ডিজদের বিপক্ষে ৪১ ম্যাচের ১৮ জয়ের শেষ ১০টি এসেছে মাত্র ১১ ম্যাচেই। অন্যদিকে ২০১৮ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের কাছে কোন ওয়ানডে হারেনি বাংলাদেশ। ফলে কিছুটা আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে বাংলাদেশ। তবে টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মনে করছেন, পছন্দের ফরম্যাট হলেও নির্দিষ্ট দিনে ভালো খেলার কোনো বিকল্প নেই। এ ছাড়াও জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটিও দারুণভাবে শুরু করতে চায় টিম টাইগার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও