কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ : কে কতটা এগিয়ে

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এবার ওয়ানডের লড়াইয়ে নামছে দুদল। এ ফরম্যাটে কে কতটা এগিয়ে, তা নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। গত মার্চে শেষ ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার মাটিতে জিতেছিল তারা।

২০১৮ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ সাফল্য পেয়েছিল বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়েছিল। এ পরিসংখ্যান বাংলাদেশকে অনেক বেশি অনুপ্রাণিত করবে।

এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জিতেছে ১৮টিতে, হেরেছে ২১টিতে। দুটি পরিত্যক্ত হয়। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যবধান কমানোর জন্য এটি ভালো সুযোগ বাংলাদেশের সামনে।

 ওয়ানডেতে এখন পর্যন্ত ৩৯৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে জয় ১৪০টিতে, হার ২৪৭টিতে এবং সাতটি ম্যাচ পরিত্যক্ত হয়।

২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের পর এখন পর্যন্ত ১৫টি ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ। হেরেছে চারটিতে। এ ফরম্যাটে দলের সামর্থ্য তা বড় প্রমাণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন