শেষ মুহূর্তে গরুর বাজার চড়া
কোরবানির ঈদের আগের দিন রাজধানীর পশুরহাটে গরুর চেয়ে ক্রেতার সমাগম বেশি থাকায় দামও ছিল চড়া; তবে কেউ খালি হাতে ফিরছিলেন না।
শনিবার সকালে ৯০ হাজার টাকা দিয়ে গাবতলীতে গরু কিনে হাটেই রেখেছিলেন মিরপুরের হাসান আলী। দুপুরের পর সেই গরু নিয়ে তার বাসায় ফেরার সময় দাম জিজ্ঞেস করতেই পাশ থেকে ব্যাপারী বলে উঠলেন, “ভাই সকালে না বিক্রি করে বিকালে বিক্রি করলে আরও ৩০ হাজার টাকা বেশি পেতাম।”
বিকাল পর্যন্ত ঘুরে গাবতলীসহ রাজধানীর বিভিন্ন হাটে গরু সরবরাহ কম দেখা গেছে। হাটগুলোতে ক্রেতা গিজগিজ করলেও সেই অনুপাতে গরুর দেখা মিলছিল না। হাটের জন্য ইজারাদার বাঁশ দিয়ে যে জায়গা নির্ধারণ করে রেখেছে, সেসব জায়গা ফাঁকা দেখা গেছে।