সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
ঈদুল আযহাকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে কয়েক স্তরের গোয়েন্দা নিরাপত্তা ব্যবস্থা। স্থল, জল এবং আকাশপথে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় রাখা হয়েছে রিজার্ভ ফোর্স। যেসব জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সেসব জায়গায় ইউনিফর্ম ও সাদা পোশাকে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ নিরাপত্তা থাকবে বিভিন্ন মাজার ও শিয়াদের ঈদের নামাজে।
সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা সমন্বিতভাবে ঈদকে কেন্দ্র করে ঈদের নামাজ এবং জনসাধারণের ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তায় কাজ করছে। ঈদের ছুটিতে বিভিন্ন ব্যাংক, মার্কেট, স্বর্ণের দোকান বন্ধ থাকবে। এ সময় অপরাধীরা যেন কোনও অপতৎপরতার সুযোগ না পায় সে ব্যাপারে অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৎপর রয়েছে দায়িত্বরত কর্মকর্তারা। কেউ অপরাধ করে যেন পালিয়ে যেতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় বসানো হবে নিরাপত্তা চৌকি। নজরদারি রাখা হবে সিসিটিভিতেও। রাজধানীর আশপাশ ছাড়াও বিভিন্ন নৌ পথে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি।