কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পদ্মা সেতু হলেও এই রুটে বাস অপ্রতুল, ঈদযাত্রায় টিকিট পাচ্ছেন না অনেকে

প্রথম আলো সায়েদাবাদ বাস টার্মিনাল প্রকাশিত: ০৯ জুলাই ২০২২, ১৬:০০

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে এসেও দক্ষিণাঞ্চলের যাত্রীরা বাসের টিকিট পাচ্ছেন না। বাস কাউন্টার থেকে বলা হচ্ছে, পদ্মা সেতুর কারণে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুরসহ ওই অঞ্চলের লঞ্চে যাওয়া যাত্রীরা এখন এই রুট ব্যবহার করছেন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের যেসব যাত্রী আগে গাবতলী হয়ে বাড়ি যেতেন, তাঁরাও এখন সায়েদাবাদ বাস টার্মিনালে আসছেন। কিন্তু সায়েদাবাদ হয়ে এসব রুটে বাড়তি এই যাত্রীর চাপ সামলাতে নতুন করে বাস নামানো হয়নি। তাই স্বাভাবিকভাবে বেশির ভাগ যাত্রীই বাসের টিকিট পাচ্ছেন না। এই চাপ তাঁরা সামলাতে পারছেন না।


এদিকে বাসের টিকিট পেলেও কয়েক ঘণ্টা টার্মিনালে বসে থাকতে হচ্ছে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রুটের যাত্রীদের।


আজ শনিবার বেলা ১১টায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে টার্মিনালে আসেন বেসরকারি চাকরিজীবী আবদুস সাত্তার। বেলা একটায়ও তিনি টিকিট পাননি। এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে ঘুরেও টিকিট না পেয়ে হতাশ সাত্তার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও