চামড়া শিল্পনগর এবারও দূষণের শঙ্কা সাভারে

প্রথম আলো প্রকাশিত: ০৯ জুলাই ২০২২, ১৫:০০

সাভারের চামড়া শিল্পনগর ঘিরে এবারও দূষণের আশঙ্কা করছেন সেখানকার ট্যানারিশিল্প মালিকেরা। তাঁরা বলছেন, কোরবানির সময়ে ট্যানারিগুলোতে যে পরিমাণ বর্জ্য উৎপাদিত হয়, তা অপসারণের সক্ষমতা নেই কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি)। এ কারণে এবারও দূষণের শঙ্কায় রয়েছেন শিল্পমালিকেরা।


বুড়িগঙ্গা নদী ও ঢাকার দূষণ কমাতে পাঁচ বছর আগে রাজধানীর হাজারীবাগ থেকে চামড়া পরিশোধন কারখানা বা ট্যানারিগুলো সাভারের চামড়া শিল্পনগরে সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু তাতেও পিছু ছাড়েনি ট্যানারি বর্জ্যে পরিবেশ দূষণের ঘটনা। প্রতিবছর ঈদুল আজহা বা কোরবানির মৌসুমে ওই এলাকায় দূষণের পরিমাণ বেড়ে যায়।


তবে শিল্পনগরটির দায়িত্বে থাকা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) বলছে, দূষণ রোধে এবার তারা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তবে ট্যানারির মালিক ও পরিবেশ অধিদপ্তর বলছে, বর্জ্য উৎপাদনের পরিমাণ নিয়ন্ত্রণ করা না গেলে এ বছরও দূষণের শিকার হবে শিল্পনগরের পার্শ্ববর্তী ধলেশ্বরী নদীসহ আশপাশের এলাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও