হজের চূড়ান্ত ধাপে অংশ নিতে আরাফাত ময়দান ছাড়ছেন হাজিরা

বাংলা ট্রিবিউন সৌদি আরব প্রকাশিত: ০৯ জুলাই ২০২২, ১৩:১৫

হজের চূড়ান্ত ধাপের প্রস্তুতি নিতে মুজদালিফা হয়ে মিনায় ফিরছেন হাজিরা। আরাফাত ময়দানে সমবেত হাজিরা খুতবা শোনা ও নামাজ আদায়ের পর সূর্যাস্তের পর থেকে মুজদালিফায় যেতে শুরু করেন।


মুজদালিফায় মাগরিব ও ইশার নামাজ একসঙ্গে আদায় করে হাজিরা পাথর সংগ্রহ করেন। শনিবার এই পাথর ‘জামরাত আল-আকাবাহ’ লক্ষ্য করে শয়তানের উদ্দেশে নিক্ষেপ করা হবে। একই সঙ্গে সৌদি আরবে পালিত হচ্ছে ঈদুল আজহার প্রথম দিন।



পরের তিন দিন ধরে ‘জামরাত আল-আকাবাহ’য় পাথর নিক্ষেপ অব্যাহত থাকবে। প্রত্যেক হাজি সাতটি করে পাথর নিক্ষেপ করবেন।



মুজদালিফায় যাওয়ার পথে বাস কাফেলার সঙ্গে আছে অ্যাম্বুলেন্স। যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করতে বিরতি দিয়ে গাড়ি ছাড়ছে নিরাপত্তা বাহিনী। অনেক হাজি ২৫ কিলোমিটারের এই পথ পায়ে হেঁটেও পাড়ি দিচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও