কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাকিব না থাকায় খুশি পুরান

প্রথম আলো প্রকাশিত: ০৯ জুলাই ২০২২, ১১:৪৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলেই যুক্তরাষ্ট্রের বিমান ধরার কথা সাকিব আল হাসানের। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে আগেই সাকিবের ছুটি নেওয়া আছে। ওদিকে ওয়ানডে সিরিজে সাকিব না থাকায় খুশিই হয়েছেন প্রতিপক্ষ দলের অধিনায়ক নিকোলাস পুরান।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবের ওয়ানডে রেকর্ড যে ঈর্ষনীয়! ১৯ ইনিংসে সাকিব ৫৫.৬০ গড়ে ৮৩৪ রান করেছেন, ১টি সেঞ্চুরি ও ৮টি ফিফটির সৌজন্যে। বোলিংয়ে ২১ ইনিংসে ২৪ উইকেট, ইকোনমি মাত্র ৩.৭৬ - বোলার হিসেবেও ক্যারিবীয়দের বিপক্ষে সাকিব অনন্য। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজেও সাকিব ছিলেন ম্যান অব দ্য সিরিজ।


এই রেকর্ডগুলো হয়তো পুরানের মস্তিস্কেও খেলা করছিল। সে কারনেই তিনি বলছিলেন, ‘হ্যাঁ, ওরা সাকিবকে পাচ্ছে না। এতে আমরাও খুশি।’ তবে সাকিবের না থাকা নিয়ে খুব একটা ভাবতে চান না পুরান, ‘কিন্তু সাকিব না থাকায় অন্য কেউ হয়তো সেই সুযোগটা নেবে, ভালো করবে। সাকিব আছে না নেই, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়। আমাদের মাঠে নামতে হবে। ভালো করতে হবে। সেটা প্রতিপক্ষের দলে যেই থাকুক না কেন। আমাদের মনোযোগ থাকবে কীভাবে ম্যাচটা জেতা যায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও