১২ ঘণ্টা পর ঢাকা ছাড়ল পঞ্চগড় এক্সপ্রেস

www.ajkerpatrika.com কমলাপুর রেলওয়ে স্টেশন প্রকাশিত: ০৯ জুলাই ২০২২, ১১:৩৬

রাত পোহালেই ঈদ। শেষ মুহূর্তে প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপনে যেকোনো মূল্যে বাড়ি ফিরছেন যাত্রীরা। কিন্তু উত্তরাঞ্চলের ট্রেনের শিডিউল চরম বিপর্যয় হয়েছে আজ। নির্ধারিত সময়ের প্রায় ১২ ঘণ্টা বিলম্বে শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে কমলাপুর রেল স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে পঞ্চগড় এক্সপ্রেস। যদিও ট্রেনটি ছাড়ার কথা ছিল শনিবার রাত ১০.৪৫ মিনিটে। উত্তরাঞ্চলের সব ট্রেনই বিলম্বে ছাড়ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। 



কমলাপুর রেলস্টেশনে সরেজমিন দেখা যায়, ঈদের একদিন আগে বাড়ি ফিরতে কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড় রয়েছে। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ার কারণে প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন যাত্রীরা। অনেকেই গতকাল রাত থেকেই অপেক্ষা করছেন ট্রেনের জন্য। ট্রেনে বাড়ি ফিরতে যাত্রীদের এবার দুর্দশার শেষ নেই। আজও ট্রেনের ভেতর-বাইরে, ইঞ্জিনে, বাফারে সব জায়গায় যাত্রী হুমড়ি খেয়ে উঠছে বাড়ি ফেরার জন্য। কিন্তু শেষ মুহূর্তে ট্রেনের ছাদ থেকে সব যাত্রী নামিয়ে দেওয়া হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও