'কল্পনাও করিনি পদ্মা সেতু চালুর পর পাটুরিয়া ঘাটে এত ভিড় হবে'

কালের কণ্ঠ পাটুরিয়া ফেরিঘাট প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ১৫:২০

ঈদে ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। যাত্রীদের চাপে ফেরি-লঞ্চে তিল ধারণের ঠাঁই নেই। তবে ফেরি পারের অপেক্ষমান যানবাহনের কোনো জট নেই। আজ শুক্রবার সকাল থেকেই হাজার হাজার মানুষ প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ফেরি ও লঞ্চে পদ্মা পাড়ি দিচ্ছেন।


যাত্রীদের অতিরিক্ত চাপে যানবাহন ছাড়াই ফেরিগুলো শুধু যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে। তবে কোনো প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে না যাত্রীদের। লঞ্চ মালিক সমিতির কয়েকজন কালের কণ্ঠকে বলেন, পদ্মা সেতু চালু হবার পর কল্পনাও করতে পারিনি এবার ঈদের আগে যাত্রীদের এত ভিড় পরবে। পোশাক-কারখানাগুলোতে ছুটি হবার কারণে এত যাত্রীতের চাপ বাড়ছে। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ছোট-বড় ২১টি লঞ্চ চলাচল করছে বলেও তারা নিশ্চিত করেন। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মো. খালিদ নেওয়াজ  জানান, পাটুরিয়া ঘাটে যানবাহনের কোনো চাপ নেই। শুক্রবার সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা দেয়। ঘাটে পার হতে আসা যাত্রীদের কোনো দুর্ভোগ ছাড়াই ফেরি পার হয়ে যাচ্ছে। নৌরুটে ২১টি ফেরির মধ্যে ১৯টি ফেরি চলাচল করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও