বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ১৮ কিমি যানজট

ডেইলি স্টার বঙ্গবন্ধু সেতু প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ১০:১০

ঈদ উপলক্ষে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় বঙ্গবন্ধু সেতুর উভয় প্রান্তে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী এবং পরিবহন শ্রমিকরা।


আজ শুক্রবার সকাল ৮টায় সরেজমিনে দেখা যায়, সেতুর পূর্ব প্রান্ত থেকে রসুলপুর পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকা থেমে থেমে যানবাহন চলছে।


বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্র সকাল ৮টায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'যানবাহনের প্রচণ্ড চাপের কারণে সেতুর উভয় সংযোগ সড়কে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুসহ বিভিন্নস্থানে যানবাহন বিকল হয়ে যাওয়ায় মাঝেমধ্যে সেতুর টোল আদায় বন্ধ হয়ে যাচ্ছে।'


এ দিকে, সেতু পার হয়ে ঢাকামুখী যানবাহনগুলো ভুঞাপুর লিঙ্ক রোড দিয়ে বাইপাস করে দেওয়ায় সেতুর পূর্ব প্রান্তে গোল চক্কর থেকে পুরো লিঙ্ক রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও