কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পুরনো ১৫টি গেমের সাপোর্ট বন্ধ করবে ইউবিসফট

বণিক বার্তা প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ০৮:৩৮

আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫টি গেমের অনলাইন সাপোর্ট বন্ধ করে দেবে ইউবিসফট। এসব গেমের মধ্যে আসাসিনস ক্রিড ব্রাদারহুডও রয়েছে। সে হিসেবে ২০১০-এর যেসব গেমসের অনলাইন কম্পোনেন্ট নিয়ে গেমারদের বিভিন্ন সুখস্মৃতি রয়েছে সেগুলোও মুছে যাবে। খবর এনগ্যাজেট।


ইউবিসফটের ওয়েবসাইটে দেয়া পোস্টের তথ্যানুযায়ী, বর্তমানে যারা নতুন ও বহুল প্রচলিত বিভিন্ন গেম খেলছে, তাদের আরো ভালো পরিষেবা প্রদানে পুরনো কিছু গেমের অনলাইন সার্ভিস বন্ধ করে দিচ্ছে। গেমের টাইটেল হিসেবে গেমাররা নির্ধারিত সময়ের পর থেকে মাল্টিপ্লেয়ার মোডে প্রবেশ করতে পারবে না। এমনকি অতিরিক্ত কোনো কনটেন্টও ডাউনলোড বা ইনস্টল করতে পারবে না।


এক্সবক্স৩৬০, প্লেস্টেশন ৩, কম্পিউটার, এইচটিসি ভাইভ, অকুলাসসহ উই ইউ ডিভাইসের গেমে এ প্রভাব পড়বে। গেমগুলোর মধ্যে আসাসিনস ক্রিড ব্রাদারহুড, ২০১২ সালে মুক্তি পাওয়া আসাসিনস ক্রিড ৩, আনো ২০৭০সহ আরো কিছু টাইটেল রয়েছে। কিছু ক্ষেত্রে স্পেস জাংকিজের মতো শুধু মাল্টিপ্লেয়ার টাইটেলযুক্ত গেমগুলো একেবারেই খেলা যাবে না। অন্যদিকে ঘোস্ট রিকন ফিউচার সোলজারের মতো গেমগুলোয় ক্যাম্পেইন মোড খেলার জন্য কনসোলকে অফলাইন মোডে রাখতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও