You have reached your daily news limit

Please log in to continue


ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী পুলিশ সদস্যের প্রাণ গেল

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধে কোরবানির পশুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ওই ব্যক্তির নাম রতন হোসেন। তিনি পুলিশের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) কনস্টেবল ছিলেন।

পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার মুজিবুর রহমান পাটোয়ারি প্রথম আলোকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধে পশুবাহী একটি ট্রাক পেছন থেকে চলন্ত একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী সড়কে ছিটকে পড়েন। তাঁর মোটরসাইকেলে এসপিবিএনের লোগো আঁকা ছিল। স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন