You have reached your daily news limit

Please log in to continue


ক্যাটল ট্রেনে ঢাকায় এলো ১ হাজার গরু-ছাগল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ক্যাটল স্পেশাল ট্রেনে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে দুটি ট্রেন এবং উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রেন রওনা হয়ে ঢাকায় পৌঁছেছে।

ক্যাটল স্পেশাল প্রথম ট্রেন প্রতি ওয়াগনে ১৬টি হারে মোট ২৫টি ওয়াগনে ৪০০টি গরু নিয়ে বুধবার দুপুর ২টায় দেওয়ানগঞ্জ বাজার থেকে ছেড়ে ইসলামপুর বাজার হয়ে বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছে।

ক্যাটল স্পেশাল দ্বিতীয় ট্রেন দেওয়ানগঞ্জ বাজার থেকে প্রতি ওয়াগনে ১৬টি হারে ১৮টি ওয়াগনে ২৮৮টি গরু এবং ইসলামপুর বাজার থেকে সাতটি ওয়াগনে ১১২টি গরুসহ মোট ২৫টি ওয়াগনে ৪০০টি গরু নিয়ে বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছে। এ দুটি ট্রেনে মোট গরু আসে ৮০০টি এবং ভাড়া আদায় হয় মোট ৩ লাখ ৯৮ হাজার ১১০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন