ভারত সরকারের সঙ্গে দ্বন্দ্বে আদালতে গেছে টুইটার
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ১৯:২৬
ভারত সরকার মাইক্রো-ব্লগিং সাইট টুইটারকে তাদের প্লাটফর্ম থেকে কিছু কনটেন্ট সরিয়ে নিতে নির্দেশ দেয়ার পর টুইটার এর বিরুদ্ধে আদালতে গেছে।
টুইটার বলছে, ভারতের হিন্দু জাতীয়তাবাদী সরকার যেসব দাবি জানাচ্ছে, সেগুলো হয় স্বেচ্ছাচারী অথবা খুব বেশি বাড়াবাড়ির পর্যায়ে পড়ে।
টুইটারের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন ধরেই।
ভারতীয় কর্তৃপক্ষ গত কয়েক বছরে টুইটারকে বেশ কিছু পোস্ট তাদের প্লাটফর্ম থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে স্বাধীন শিখ রাষ্ট্রের প্রতি সমর্থন জানানো পোস্ট থেকে শুরু করে, কৃষকদের আন্দোলন সম্পর্কে কথিত মিথ্যাচার, এবং কোভিড মোকাবেলায় ভারত সরকারের ব্যর্থতার সমালোচনামূলক অনেক পোস্ট ছিল।