![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-06%252F0c19a75b-75af-4d71-9427-28e8752764cc%252Foil_price_.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
ভারত ও চীন থেকে তিন মাসে রাশিয়ার আয় ২৪০০ কোটি ডলার
চীন ও ভারতের কাছে জ্বালানি বিক্রি করে মাত্র তিন মাসে ২ হাজার ৪০০ কোটি ডলার আয় করেছে রাশিয়া। ইউক্রেনে অভিযান শুরুর পরবর্তী তিন মাসে এ আয় করেছে দেশটি। খবর হিন্দুস্তান টাইমসের
প্রতিবেদনে বলা হয়, গত মার্চ থেকে মে মাস পর্যন্ত তিন মাসে রাশিয়ার কাছ থেকে তেল, গ্যাস ও কয়লা কেনা বাবদ ১ হাজার ৮৯০ কোটি ডলার খরচ করেছে চীন, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ।
একই সময়ের মধ্যে রাশিয়ার কাছ থেকে ৫১০ কোটি ডলার মূল্যের কেনাকাটা করেছে ভারত, যা আগের বছরের তুলনায় পাঁচ গুণের বেশি।
২০২১ সালের মার্চ থেকে মে মাসের তুলনায় চলতি বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত তিন মাসে এ দুই দেশ থেকে রাশিয়া অতিরিক্ত ১ হাজার ৩০০ কোটি ডলার রাজস্ব পেয়েছে।