‘জনগণ এই সরকারকে আর দেখতে চায় না’

বাংলা ট্রিবিউন ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ১৬:৫৯

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশের মানুষ পরিবর্তন চায়। তারা আর এই সরকারকে আর দেখতে চায় না। জনগণ চায় সরকার পদত্যাগ করুক অথবা আমরা তাদের সরিয়ে দেই। সেটা করতে হলে আমাদের রাস্তায় নামতে হবে।’


বুধবার (৬ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকসহ বিএনপির জনপ্রতিনিধিদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এখানে একজন বলেছেন, আমরা আন্দোলন করলেও তারা সরকারে যাবে, না করলেও যাবে। যদি সেভাবে যায়, তাহলে জাতি অন্ধকারে প্রবেশ করবে। আর রাস্তায় নেমে আমরা যদি তাদের বাধ্য করতে পারি, তাহলে জনতার কাছে ক্ষমতা আসবে।’


তিনি বলেন, ‘সরকার শেষ প্রচেষ্টা হিসেবে আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করবে। মান্না সাহেব ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশ যেমন বীরের দেশ, তেমনই দেশে অনেক মীরজাফরও আছে। অতএব আজকে বীরেরা সামনে এগিয়ে আসুক। মীর জাফররা যেন সামনে আসতে না পারে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও