শিক্ষার্থীদের আগামীর উপযোগী করে তৈরি করতে চাই: রাবি ভিসি

ডেইলি বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ১৬:৩০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়কে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য জ্ঞান সৃজন ও জ্ঞান সঞ্চালন করতে চাই। শিক্ষার্থীদের আগামীর উপযোগী করে তৈরি করতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করছি।’  বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ‘বর্তমান প্রশাসন এরই মধ্যে অনেক কর্মপদ্ধতি গ্রহণ করেছে।


আমরা অ্যাকাডেমিক মাস্টারপ্লান তৈরি করেছি, যা আগে কখনো ছিল না। আমাদেরকে অনেক বিশ্ববিদ্যালয় এখন অনুসরণ করছে। আমরা প্রায় ১১৩টি বৈজ্ঞানিক প্রকল্প হাতে নিয়েছি। এর ফলে আমাদের যেসব শিক্ষক, গবেষক, বিজ্ঞানী ও শিক্ষার্থীরা উপকৃত হবে। আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে।’  অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার আরো বলেন, বিশ্ববিদ্যালয় একটি চলমান ধারণা। সেই লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক অবদান রেখেছে। বিশেষ করে এই বিশ্ববিদ্যালয় থেকে যেসব কৃতি শিক্ষার্থী বেরিয়ে গেছেন। এছাড়াও এখানকার শিক্ষক-গবেষকরা দেশের উন্নয়নে অবদান রাখছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও