প্রবাস আয় প্রবৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান এবং করণীয়
কিছুদিন আগে প্রকাশিত বিশ্বব্যাংকের ‘মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ’-এর তথ্য অনুযায়ী বাংলাদেশ গত বছর প্রবাস আয় প্রাপ্তিতে বিশ্বের ১০টি দেশের মধ্যে সপ্তম স্থানে ছিল। ২০২০ সালেও বাংলাদেশ একই অবস্থানে ছিল। তবে ২০২১ সালে প্রাপ্ত প্রবাস আয় দুই হাজার ১৭০ কোটি ডলার থেকে ২.২ শতাংশ প্রবৃদ্ধি পেয়ে দাঁড়ায় দুই হাজার ২২০ কোটি ডলারে। ২০২১ সালে অন্য ৯টি দেশের অর্থাৎ ভারত, মেক্সিকো, চীন, ফিলিপাইন, মিসর, পাকিস্তান, নাইজেরিয়া, ইউক্রেন ও ভিয়েতনামের প্রবাস আয় ছিল যথাক্রমে ৮৯ বিলিয়ন, ৫৪ বিলিয়ন, ৫৩ বিলিয়ন, ৩৭ বিলিয়ন, ৩২ বিলিয়ন, ৩১ বিলিয়ন, ১৯ বিলিয়ন, ১৮ বিলিয়ন ও ১৮ বিলিয়ন ডলার।
বরাবরের মতো প্রবাস আয়ে প্রথম স্থানটি ভারতের দখলেই ছিল। তবে পাকিস্তানের অবস্থান ছিল বাংলাদেশের আগে, ষষ্ঠ স্থানে। উল্লেখ্য, প্রথম ১০টি দেশের ছয়টি এশিয়ার দেশ, যার মধ্যে তিনটিই দক্ষিণ এশিয়ার।