উত্তরাঞ্চলের মতো যানজট হতে পারে দক্ষিণাঞ্চলে
ঈদের ছুটি সংক্ষিপ্ত হওয়ায় এবার যানজট ও ভোগান্তির শঙ্কা আছে। পদ্মা সেতু চালু হওয়ায় এবার উত্তরাঞ্চলের মতো দক্ষিণাঞ্চলেও যানজট হতে পারে। এসব বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক হাদিউজ্জামান। সাক্ষাৎকার নিয়েছেন সাদ্দাম হোসাইন।
প্রথম আলো: গত ঈদযাত্রায় ব্যাপক যানজট ও ভোগান্তির শঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। তবে ভালোয় ভালোয় ঘরমুখী মানুষ বাড়ি ফিরেছেন। এবারের ঈদযাত্রা কেমন হতে পারে?
হাদিউজ্জামান: গতবারের ঈদযাত্রায় যানজটের আশঙ্কার পাশাপাশি বলা হয়েছিল, মানুষ ধাপে ধাপে ঢাকা ছাড়লে এবং পরিবারের সদস্যদের আগেই গ্রামের বাড়ি পাঠিয়ে দিলে ভোগান্তি কম হবে—তা–ই হয়েছে। এটি সম্ভব হয়েছে ঈদে দীর্ঘ ছুটির কারণে। এবার সেই সুযোগ নেই, এবার ছুটি সংক্ষিপ্ত। তাই এবার যানজট হতে পারে। তবে এবার যে পরিবর্তনটি হবে, তা হচ্ছে, উত্তরবঙ্গে আমরা আগে যেমন যানজট ও ভোগান্তি দেখেছি, এবার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলে যাওয়ার পথে সে রকম যানজট হতে পারে। এর মূল কারণ পদ্মা সেতু চালু হওয়া। পদ্মা সেতুর আকর্ষণে এবার অনেকেই এই পথে বাড়ি যাবেন। ফলে দক্ষিণবঙ্গকেন্দ্রিক যানজট তীব্র হতে পারে।