মালিতে বোমা বিস্ফোরণে দুই শান্তিরক্ষী নিহত
মালির উত্তরাঞ্চলে বোমা বিস্ফোরণে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অন্তত দুই শান্তিরক্ষী নিহত ও আরও পাঁচ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই মিশরের নাগরিক। মালিতে নিযুক্ত শান্তিরক্ষা মিশন এমআইএনইউএসএমএ বিবৃতিতে জানায়, শান্তিরক্ষীদের বহনকারী একটি সাঁজোয়া যান ভূমিতে পেতে রাখা একটি মাইনের উপরে উঠে গেলে সেটি বিস্ফোরিত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, জখম হওয়ার পর দুই শান্তিরক্ষীর মৃত্যু হয় এবং আরও পাঁচ জন গুরুতর আঘাত পেয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকালে গাও শহর ও তেশালিত গ্রামের মধ্যবর্তী সড়কে ঘটনাটি ঘটে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
১০ মাস আগে