কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যে কারণে বরিশালের দুই থানার ১৪ পুলিশ সদস্য বরখাস্ত

যুগান্তর বরিশাল প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ২১:৪৩

রাত্রিকালীন দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে গৌরনদী ও উজিরপুর থানার চৌদ্দ পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) বিকাল পৌনে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আকতারুজ্জামান।


তিনি জানান, দায়িত্ব অবহেলার কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় মামলাও দায়ের করা হবে তাদের বিরুদ্ধে।


তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বরিশাল জেলা পুলিশের কর্মকর্তারা। এমনকি গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুণীও এ বিষয়ে এখনো অবগত নন বলে জানিয়েছেন।


তবে রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে প্রেরিত পুলিশ সুপার কার্যালয়ের একটি স্মারকের বরাতে জানা গেছে, সাময়িক বরখাস্ত হওয়া ১৪ জনের মধ্যে ১০ জনই গৌরনদী মডেল থানার। তারা হলেন- গৌরনদী মডেল থানার এসআই মো. আ. গাফফার হোসেন, এসআই ছগির মিয়া, এএসআই সোহরাব হোসেন, কনস্টেবল মো. ইকবাল, মো. কামাল, মুরছালিন, নয়ন, অমৃত, মেহেদী ও ড্রাইভার (কনস্টেবল) আ. হক রানা।


অপরদিকে সাময়িক বরখাস্ত হওয়া বাকি ৪ জন হলেন- উজিরপুর মডেল থানার এসআই মো. জিয়াউল হায়দার, কনস্টেবল রবিউল ইসলাম, মো. সোহেল রানা ও ইমরান হোসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও