এবারের ঈদযাত্রায় দৌলতদিয়ায় নেই ভোগান্তি
স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় এবারের ঈদযাত্রায় কোনোপ্রকার ভোগান্তি নেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহারকারী যাত্রী ও যানবাহন চালকদের। কোনোরকম সিরিয়ালে না থেকে সরাসরি এসে ফেরিতে উঠছে যানবাহন। এতে করে এবারই প্রথম কোনো দুর্ভোগ ও অপেক্ষা ছাড়াই ঈদযাত্রা সম্পন্ন করতে পারবে দক্ষিণঞ্চলের মানুষ।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মঙ্গলবার বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঘাট ব্যবস্থাপনা প্রস্তুতি সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান ও উপজেরা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি, গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারসহ জনপ্রতিনিধি, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা, বাস মালিক সমিতির প্রতিনিধি।
জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে এবার দৌলতদিয়া-পাটুরিয়া রুটে যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করবে ২১ ফেরি। প্রয়োজন হলে আরও ১টি ফেরি বাড়ানো হবে। যাতে ঈদে সমস্যা না হয়। গত বছরগুলোতে ঈদসহ বিভিন্ন উৎসবে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে যানবাহনের চাপে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়।