কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে মোবাইল নিয়ে ঢোকা বন্ধ

কালের কণ্ঠ পশ্চিমবঙ্গ প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ১৬:৩৫

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে আর মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না। তাঁর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন যে রক্ষীরা, তাঁরাও মোবাইল ব্যবহার করতে পারবেন না। সোমবার নবান্নে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়।


এদিকে গত শনিবার রাতে যাঁরা মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁদের বদলি করা হয়।


একজন ইন্সপেক্টর, সার্জেন্ট, দুজন কনস্টেবলসহ কলকাতা পুলিশের ১৫ জনকে সরিয়ে দেওয়া হয়েছে।


শনিবার রাতে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ঢুকে পড়েছিলেন রড হাতে এক ব্যক্তি। ওই উচ্চ নিরাপত্তার মধ্যেই সেখানে সাত ঘণ্টা কাটিয়ে দেওয়ার পরে ধরা পড়েন লোকটি। এরপর প্রশ্নের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা খতিয়ে দেখা হয়।


সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হয়, মুখ্যমন্ত্রীর বাড়ির পাশাপাশি নবান্নেও নিরাপত্তা ঢেলে সাজানো হবে। নবান্নের নির্দেশ, অফিসে মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না কর্মীরাও। নবান্নে এবং মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে ঢোকা এবং বের হওয়ার সময় নাম নথিভুক্ত করার ব্যবস্থা ছিল। তাতেও কিছু ঘাটতি চোখে পড়ায় সেখানে তথ্য নথিভুক্তকরণের পদ্ধতিও বদলানো হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও