You have reached your daily news limit

Please log in to continue


অতীতকে বর্তমানের চেয়ে যে কারণে ভালো লাগে

মানুষকে বলতে শুনবেন যে, যখন ছোট ছিলাম তখন জিনিসগুলো বেশি ভালো ছিল। অতীতের অনেক কিছু নিয়ে প্রত্যেক মানুষের মুগ্ধতা থাকে। যেমন ঈদ। শৈশবের ঈদ নিয়ে সুখ-স্মৃতির শেষ নেই। সেই সব স্মৃতি এত চমৎকার লাগতো, তার কারণ ছিল সেই বয়স পর্যন্ত উৎযাপন করা অন্যান্য সব উৎসবের সাপেক্ষে চমৎকার। মানুষ স্বল্প অভিজ্ঞতা দিয়ে যা দেখে তা খুব ভালোভাবে উদ্যাপন করতে পারে। 

জার্নাল অফ পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজির একটি গবেষণাপত্রে টরি হিগিন্স এবং চার্লস স্ট্যাঙ্গোরের গবেষণায় অতীতকে ভালো লাগার পেছনের একটি সম্ভাবনা উঠে এসেছে। উদাহরণস্বরূপ, দেখানো হয়েছে যখন মানুষ বলে যে কোনো একটি কনসার্ট চমৎকার, তখন তারা বোঝায় যে এটি সেই সময় পর্যন্ত তাদের দেখা অন্যান্য সব কনসার্টের তুলনায় চমৎকার। এর কারণ, মানুষ যখন অতীতের ঘটনাগুলো সম্পর্কে চিন্তা করে, তখন তারা সেই ঘটনার মূল্যায়নটি শুধু মনে রাখে, কিন্তু সেই মূল্যায়নের কারণটি নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন