দুষ্টু টিয়ার কাণ্ড

প্রথম আলো প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ১০:১৯

বাড়িতে খাঁচায় বন্দী ছিল একটি ক্যাঙ্গারু। সঙ্গে ছিল বেশ কয়েকটি টিয়াপাখি। হঠাৎ ক্যাঙ্গারুটি লাপাত্তা হয়ে যায়। তা দেখে বাড়ির মালিকের চক্ষু চড়কগাছ। সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, ক্যাঙ্গারুটির পালানোর পেছনে দায়ী দুষ্টু একটি টিয়াপাখি। পাখিটি ঠোঁট দিয়ে খাঁচার দরজা খুলে দিয়েছে। এরপরই পালিয়েছে ক্যাঙ্গারুটি।


এ ঘটনা যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের। মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যাঙ্গারুটির নাম ব্যাক্সটার। আর ‘অভিযুক্ত’ টিয়ার নাম থর। লুইজিয়ানার এক ব্যক্তি (নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি) বাড়িতে ওই ক্যাঙ্গারু রেখেছিলেন। একই খাঁচায় ছিল ডজন খানেক টিয়া। সম্প্রতি ঠোঁট দিয়ে খাঁচার দরজা খুলতে শিখেছিল থর। গত বুধবার এই ‘প্রতিভা’ কাজে লাগায় পাখিটি। খুলে ফেলে খাঁচার দরজা। আর এই সুযোগ কাজে লাগিয়ে পালিয়ে যায় ব্যাক্সটার। পুরো ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও