স্বল্প আয়ের মানুষের মধ্যে মাদক সেবনের প্রবণতা বেশি: পরিসংখ্যান
আয়-রোজগার বা হাতে টাকা-পয়সা না থাকলেও অনেকের মাদক নেওয়া বন্ধ থাকে না। মাদকের টাকা সংগ্রহ করতে অনেকে জড়িয়ে পড়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। একই কারণে ঘটছে চুরি-ছিনতাই থেকে শুরু করে হত্যার মতো ঘটনাও। অপরাধে জড়িয়ে পড়ার পেছনে মাদকের ভয়াবহতা অনেকাংশে দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অনেকের ধারণা, যাদের আয় বেশি, টাকা বেশি, তাদের আয়েশি জীবন। তারা ইচ্ছা করলেই যেকোনও সময় মাদক সেবন করতে পারে। কিন্তু বাস্তবে বিষয়টি উল্টো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে, যাদের কোনও আয় নেই, মাদকে জড়িয়ে পড়াদের মধ্যে তাদের সংখ্যা বেশি।
সম্প্রতি প্রকাশিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক প্রতিবেদনে দেখা যায়, ২০২১ সালে আয় নেই এমন মাদকসেবীর সংখ্যা ৬৩.৬৪ শতাংশ। এছাড়া যাদের মাসিক আয় পাঁচ থেকে ১০ হাজার টাকার মধ্যে তাদের মাদকে জড়িয়ে পড়ার প্রবণতা রয়েছে। ২০২০ সালে দেখা গেছে, পাঁচ হাজার বা এক থেকে ১০ হাজার টাকা আয় করা মানুষের মধ্যে মাদকে জড়িয়ে পড়ার সংখ্যা ১৬.৬৭ শতাংশ। যা ২০১৯ সালে ছিল ২২.৮২ শতাংশ।