You have reached your daily news limit

Please log in to continue


মুন্সিগঞ্জে গোলের বন্যা!

প্রিমিয়ার ফুটবল লিগে নিচের দিকের দলগুলোর মধ্যে বেশ লড়াই চলছে। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে রহমতগঞ্জ। চলমান প্রিমিয়ার লিগে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়। আজ (সোমবার) দিনের অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ ১-০ গোলে হারায় উত্তর বারিধারাকে।

এই জয়ে লিগে টিকে থাকাটা বেশ জোরালো করলো সৈয়দ গোলাম জিলানির দল। ১৮ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে রহমতগঞ্জ। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে মুক্তিযোদ্ধা সংসদ। পুলিশের ২৮ ও স্বাধীনতার পয়েন্ট ৯।


শুরুতে মুক্তিযোদ্ধা সংসদ ভালো খেলতে থাকলেও একপর্যায়ে খেই হারায়। রহমতগঞ্জ গুছিয়ে নিয়ে একের পর এক গোল করতে থাকে।


২৬ মিনিটে ধারার বিপরীতে গিয়ে গোল পেয়ে যায় রহমতগঞ্জ। কিরণের মাপা ফ্রি কিকে হেডে জাল খুঁজে নেন ফিলিপ আজাহ। ৩৭ মিনিটে বদলি নামা সাহেদের ক্রস মুক্তিযোদ্ধা সংসদের মেহেদি হাসান ঠিকঠাক ক্লিয়ার করতে না পারায় বল গিয়ে লাগে সাইড বারে, ফিরতি বলে পায়ের টোকায় জালে জড়িয়ে দেন সানডে চিজোবা।

বিরতিতে যাওয়ার আগেই কাতার প্রবাসী ওবায়দুর রহমান নবাবের দুর্দান্ত গোলে ব্যবধান কমায় মুক্তিযোদ্ধা সংসদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন