টম ক্রুজকে পেছনে ফেলে ‘আরআরআর’

প্রথম আলো প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ১৭:০০

এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবিটি ভারতের বাইরেও ধামাল করেছে। শুধু দেশি সমালোচকদের নয়, বিদেশি সমালোচকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই প্যান ইন্ডিয়া ছবি। এমনকি সেরা ছবির বিচারে ‘টপ গান’, ‘দ্য ব্যাটম্যান’কে পেছনে ফেলে দিয়েছে রাজামৌলির এ ছবি।


‘আরআরআর’ ছবিটি মুক্তির পর বক্স অফিসে ভেঙেছে একাধিক রেকর্ড। রাম চরণ আর জুনিয়র এনটিআর অভিনীত এ ছবি শুধু ভারতীয় নয়, হলিউডের দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে। হলিউড সমালোচকদের বিচারে ‘আরআরআর’ ছবিটি ‘সেরা ছবি’র বিভাগে দ্বিতীয় স্থানে আছে। ‘হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন মিডসিজন অ্যাওয়ার্ডস ২০২২’ -এ সম্মানিত করা হয়েছে রাজামৌলির এই পিরিয়ড ড্রামাভিত্তিক ছবিকে। হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন টুইট করে জানিয়েছে, সেরা ছবির তালিকায় শীর্ষে আছে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ ছবিটি। আর তারপরই ‘আরআরআর’ ছবির নাম আছে। এই দৌড়ে শামিল ছিল টম ক্রুজের ‘টপ গান-ম্যাভরিক’, আর সুপারহিরো ছবি ‘দ্য ব্যাটম্যান’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও