ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ১৭:২৪
ক্রিপ্টোমুদ্রার পক্ষে এবার কথা বলছেন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট। নিজ দেশের ক্রিপ্টো উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিপ্টোমুদ্রা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন তিনি।
ব্যাংকে অ্যাকাউন্ট খোলার খরচের বিষয়টি উদ্ধৃতি দিয়ে গেল রোববার দেশটির প্রেসিডেন্ট ফস্টিন-আরচেঞ্জ টোয়াডেরা বলেন, দেশটির আর্থিক সংকট মোকাবেলার উপায় হচ্ছে ক্রিপ্টোমুদ্রা।
“নগদ অর্থের বিকল্প হচ্ছে ক্রিপ্টোমুদ্রা।” -- দেশটির নিজস্ব ক্রিপ্টো উদ্যোগ সাংগোর উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন টোয়াডেরা। এপ্রিলে বিটকয়েনের আইনি গ্রহনযোগ্যতা দেওয়া প্রথম আফ্রিকান রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি।