কিছু সমস্যা শুধুই ধনী ও বিখ্যাতদের থাকে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ১৬:৫৬
টাকা থাকুক বা না থাকুক, জীবন কারো জন্য সহজ নয়। ধনী বা বিখ্যাত হলেও জীবন কিছু সমস্যা একজন ব্যক্তির দিকে প্রতিনিয়ত ছুঁড়ে দেয়। টাইমস অব ইণ্ডিয়া অবলম্বণে জানিয়ে দিচ্ছি। পরিবারকে খুশি করা থেকে শুরু করে ধনী প্রতিবেশীর সঙ্গে তুলনামূলক উন্নত জীবন যাপনের দৌড় লেগে থাকে।
শোডাউন করতে হয়, ঘর, বাড়ি, আর গাড়িটা সবার থেকে আলাদা করার লড়াইও থাকে জীবনজুড়ে। যদি প্রচুর অর্থ থাকে বা বিখ্যাত কেউ হয়ে থাকেন প্রথমেই হারাবেন গোপনীয়তা। নিজের মতো করে থাকার অধিকারও দেখবেন যে আর নেই। পাপারাজ্জির নজরবন্দি থাকতে হয় ধনী বা বিখ্যাত ব্যক্তিদের। তাদের গতিবিধি কারো না কারো পর্যবেক্ষণে থাকে। ব্যক্তিগত জীবন যখন অনেকের আগ্রহের কারণ হয়ে যায়- এটি হতাশাজনক হতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- ধনী
- জীবন যাপন
- ধনী পরিবার