কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টিভি কেনার আগে

কালের কণ্ঠ প্রকাশিত: ০৩ জুলাই ২০২২, ১৪:৩৭

কেনার আগে কিছু খুঁটিনাটি তথ্য জেনে নিলে খুঁজে নেওয়া যাবে নিজের পছন্দসই টিভিটি।


আকার


এইচডিআর, ফোরকে, ডলবি ভিশন, এলইডি ও কিউএলইডি যে প্রযুক্তিরই কিনুন না কেন, সবার আগে ভাবতে হবে টিভির আকার নিয়ে। ঘরে আনার পর শোরুমের চেয়ে ছোট মনে হতে পারে। তাই টেপ দিয়ে মাপজোখ করে কেনা ভালো। বসার ঘর বড় হলে ৫৫ ইঞ্চির টিভি কেনাই ভালো। এটি যেকোনো ড্রয়িং রুমেই মানিয়ে যায়।


পর্দাতেও আছে পার্থক্য


রেজল্যুশনের ওপর ভিত্তি করে বাজারে এলসিডি (লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে), এলইডি (লাইট এমিটিং ডায়োড), কিউএলইডি (কোয়ান্টাম ডট লাইট-এমিটিং ডায়োড) ও ওএলইডি (অরগানিক লাইট-এমিটিং ডায়োড) টিভি পাওয়া যায়। উজ্জ্বল ছবি চাইলে কিউএলইডি বেছে নিতে পারেন। ছবি বার্ন হয় না, দাম কম, আবার স্থায়িত্বও বেশি। অন্যদিকে সবচেয়ে ভালো রেজল্যুশন ও সাউন্ড পাওয়া যাবে ওএলইডি টিভিতে। মান ভালো বলে দামও কিছুটা বেশি। কম বাজেট বা মিড রেঞ্জের মধ্যে আছে এলসিডি ও এলইডি। গেম খেলার জন্য এলইডি টিভি ভালো। এলসিডি টিভির উন্নত সংস্করণই এলইডি টিভি। এতে ফ্লুরোসেন্ট আলোর বদলে বিশেষ ধরনের ব্যাকলাইট থাকে, এলইডি টিভি বিদ্যুৎসাশ্রয়ী। ডিসপ্লে ইউনিটের আকার ছোট হয় বলে এলইডির আকার বেশি পাতলা হয়। তবে একবার নষ্ট হলে এলইডি টিভি ঠিক করা বেশ কঠিন। সে তুলনায় এলসিডি টিভি মেরামত করা সহজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও