কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমি তেমন দুশ্চিন্তা করি না, তবু পালস রেট এত বেশি কেন?

প্রথম আলো প্রকাশিত: ০২ জুলাই ২০২২, ২৩:০৭

প্রশ্ন


আমার বয়স ২০ বছর। বছর দুই আগে প্রায়ই বুক ধড়ফড় করত এবং নাড়ির স্পন্দন বা পালস রেট বেড়ে যেত। তখন আমার অ্যানিমিয়া ধরা পড়ে। পরে পাঁচ মাস চিকিৎসা নিয়ে অ্যানিমিয়া থেকে সেরে উঠি। কিন্তু আমার পালস রেট স্বাভাবিক রাখার জন্য ইনডেভার খাওয়া চালিয়ে যেতে হয়। এখনো খাই। ওষুধ না খেলে পালস রেট ১০৫+ থাকে। এর জন্য চিকিৎসক দেখিয়ে ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাফি করিয়েছি, হার্টেরও কোনো সমস্যা নেই। চিকিৎসক দুশ্চিন্তাকে কারণ হিসেবে দেখিয়েছেন। কিন্তু আমি তেমন কোনো দুশ্চিন্তা করি না। তাহলে পালস রেট এত বেশি থাকার কারণ কী?


পরামর্শ


এখন আপনি পুনরায় রক্তস্বল্পতায় ভুগছেন কি না, সেটা নির্ণয় করা প্রয়োজন। রক্তস্বল্পতার কিছু কারণ পুনরায় দেখা দিতে পারে। আবার রক্তস্বল্পতা ছাড়া অন্য কারণও থাকতে পারে। হরমোনজনিত সমস্যা এর মধ্যে অন্যতম। তাই একজন মেডিসিন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া প্রয়োজন। হৃৎপিণ্ডের গতি বেশি থাকার মতো সাধারণ সমস্যা থেকে মারাত্মক জটিলতা সৃষ্টি হতে পারে। তাই এর কারণ নির্ণয় করা জরুরি। এমনকি আপনার ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম ভালো থাকলেও ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করিয়ে হৃৎপিণ্ডের স্পন্দনজনিত সমস্যা নির্ণয় করার প্রয়োজন হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও