মামলার খরচ চালাতো ছিনতাই করে
গাড়ি চুরির পর সেই গাড়ি দিয়েই চালাতো ছিনতাই ও মাদক সরবরাহের কাজ। ধরা পড়ে কয়েকবার জেলও খেটেছে। বেরিয়ে আবার একই কাজ করতো। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। সেসব মামলার খরচ যোগাতো ছিনতাই করা টাকা দিয়ে। এমনই এক চোরাই গাড়ি ও ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ঢাকা জেলার কর্মকর্তারা।
১ জুলাই (শুক্রবার) মোহাম্মদপুরের তিন রাস্তা ও চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দুজনকে। গ্রেফতারকৃতরা হলো, মাদারীপুর জেলার শিলারচর গ্রামের মামুনুর রশিদ (৩৬) এবং লক্ষ্মীপুর জেলার মোজাম্মেল হোসেন (৪৫)।
গত ৪ জুন কেরানীগঞ্জের একটি ভাড়া-বাসা থেকে একটি নিশান প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ ১২-৯০১৩) চুরি হয়। এ ঘটনায় গাড়ির মালিক জাহাঙ্গীর আলম বাদি হয়ে কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ছিনতাই
- মামলা কার্যক্রম