লিবিয়ায় পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের হানা

বিডি নিউজ ২৪ লিবিয়া প্রকাশিত: ০২ জুলাই ২০২২, ১৭:১৩

লিবিয়ার বিক্ষোভকারীরা দেশটির পূর্বাঞ্চলীয় শহর তবরুকে অবস্থিত পার্লামেন্ট ভবনে হানা দিয়েছে এবং ভবনটির একাংশে আগুন ধরিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।


অনলাইনে পাওয়া ছবিতে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভকারীদের টায়ার পোড়ানোয় সৃষ্ট গাঢ় ধোঁয়া দেখা গেছে।


ধারাবাহিক বিদ্যুৎ বিভ্রাট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে দেশটির অন্যান্য শহরেও সমাবেশ হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।


প্রতিদ্বন্দ্বী একটি পক্ষের নিয়ন্ত্রণে থাকা রাজধানী ত্রিপোলিতে বিক্ষোভকারীরা নির্বাচনের দাবি জানিয়েছে। 


বিক্ষোভকারীদের এসব দাবির প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন ঐক্য সরকারের প্রধান আবদুল হামিদ দিবেইবা। তিনি বলেছেন, রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানেই পরিবর্তন দরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও