চাহিদার তুলনায় সক্ষমতা কম বলে ঈদে টিকেটে ভোগান্তি : রেলমন্ত্রী
ঈদে ঘরমুখো মানুষের চাহিদার তুলনায় টিকেটের সংখ্যা কম হওয়ায় ভোগান্তিতে পড়ছেন টিকেটপ্রত্যাশীরা। এমন দাবি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের। তিনি বলেছেন, ‘চাহিদার তুলনায় রেলওয়ের যে সক্ষমতা এবং এটার যে ফারাক; সেটা যতক্ষণ পর্যন্ত কমাতে না পারব, ততদিন এ পরিস্থিতি থেকে আমাদের যাত্রীরা নিস্তার পাবেন না।’
আজ শনিবার কমলাপুর কমলাপুর রেলস্টেশনে ইসলামী ব্যাংকের দেওয়া ৫০টি ট্রলিগ্রহণ অনুষ্ঠানে রেলমন্ত্রী এ কথা বলেন। প্রতি ঈদের সময় রেল টিকেটের অব্যবস্থাপনা প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, ‘উন্নত দেশে এখন আর কাউন্টারে গিয়ে টিকেট কাটার সিস্টেম নেই। এখন সবকিছু হচ্ছে অনলাইনে। আমরাও সেদিকে এগিয়ে যাচ্ছি।