![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-06%252F845ef42e-f7f9-46a8-821d-1a273d839d39%252F160330830_123687263029695_2509350474710183771_n_0.webp%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
আলিয়াকে নিয়ে যা বললেন শাশুড়ি
‘যুগ যুগ জিয়ো’র মাধ্যমে দীর্ঘ সময় পর বড় পর্দায় ফিরেছেন নীতু কাপুর। ২৪ জুন মুক্তি পাওয়া রাজ মেহতা পরিচালিত এ ছবিতে নীতু ছাড়াও অনিল কাপুর, বরুণ ধাওয়ান, কিয়ারা আদভানি আছেন। ‘ক্যামব্যাক’ ছবি নিয়ে এ মুহূর্তে প্রচারণায় ভীষণ ব্যস্ত নীতু। নেট দুনিয়ায় তাঁর পোস্ট করা ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে এখন তিনি শুধু অভিনেত্রী, রণবীরের মা, ঋষি কাপুরের স্ত্রী বা কাপুর পরিবারের বউ নন। এর বাইরে নীতু কাপুরের আরও একটা পরিচয় আছে—তিনি অভিনেত্রী আলিয়া ভাটের শাশুড়ি। সম্প্রতি প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে নীতু কাপুর নতুন বউমা আলিয়াকে নিয়ে কথা বলেছেন।
এই সাক্ষাৎকারে আলিয়ার প্রসঙ্গ উঠতেই নীতু বলেন, ‘আলিয়া খুব মিষ্টি স্বভাবের মেয়ে। আমার সঙ্গে তার বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। আমার শাশুড়ির সঙ্গেও আমার দুর্দান্ত বন্ডিং ছিল। আমাদের সম্পর্কটা ছিল বন্ধুত্বের। ঝগড়াও করতাম। আর ঋষিজির নামে প্রাণ খুলে অভিযোগও করতাম। ঋষি চলে যাওয়ার থেকেও বেশি দুঃখ পেয়েছি শাশুড়িকে হারিয়ে। আগে প্রতি রোববার তাঁর জন্য নিজের হাতে কেক বানিয়ে পাঠাতাম। কেকের ওপর লিখতাম, হ্যাপি সানডে মা। আমার বিশ্বাস, আলিয়ার সঙ্গেও এ রকম সম্পর্ক গড়ে উঠবে।’